টালিউডে অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ। জানা গেছে, বৌবাজার থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার পথে গাছটি অভিনেত্রীর গাড়ির ওপর পড়ে। এ সময় গাড়িতে ছিলেন অভিনেত্রী অনন্যা গুহ এবং তার বাবা। এসপি মুখার্জী রোডের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি বড় গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় অনন্যার গাড়িটি। তবে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেত্রীর কোনো আঘাত পাননি। বাবা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। স্থানীয়রা, তাদের গাড়ির দরজা খুলে উদ্ধার করেন।
অভিনেত্রীর গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছুটে আসে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে গাছটি কেটে সরিয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গাছের গোড়া আলগা হয়েই এই দুর্ঘটনা। গাছ পড়ার ফলে সাময়িকভাবে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘণ্টা খানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা