Lifestyle Hair Care Tips একথা সত্যি যে, প্রায় প্রতিটি মেয়েরই লম্বা ও ঘন কালো চুলের চাহিদা থাকে। তবে এমন অনেকেই আছেন যাঁরা গরমের জন্য বা সামলাতে না পারার জন্য বা স্টাইলের জন্য চুল কেটে ফেলেন। কিন্তু জীবনের কোনো না কোনো সময়ে প্রায় প্রতিটি মেয়েরই মনে নিজের চুল লম্বা করার ইচ্ছে হয়। আজ তাই আপনাদের সঙ্গে ভাগ করে নেবো এমন এক চুলের প্যাক যা অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ। এই প্যাক তৈরি করা ভীষণ সহজ। চলুন তাহলে দেখে নেওয়া এই হেয়ার প্যাক বানানোর জন্য কী কী জিনিস প্রয়োজনীয়।
এক সপ্তাহে চুল হবে লম্বা এবং ঘন, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই হেয়ারপ্যাক
•উপকরণ:
১) মেথি- ২ চামচ
২) কালো জিরে- ২ চামচ
৩) কালো সর্ষে- ২ চামচ
৪) কারিপাতা- এক মুঠো
৫) নিম পাতা- এক মুঠো
৬) জবা পাতা- এক মুঠো
৭) অ্যালোভেরা পাতা- দুটো
৮) লাল জবা ফুলের পাঁপড়ি- এক মুঠো
৯) গোলাপ ফুলের পাপড়ি- এক মুঠো
১০) নারকেল তেল- ছোট এক বাটি
ব্যবহারের পদ্ধতি:
এই প্যাক বানানোর জন্য ওপরে উল্লেখিত সমস্ত উপকরণ মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে চুলের জট ছাড়িয়ে নিয়ে বা ভালো করে আঁচড়ে নিয়ে এই পেস্ট চুলের গোড়া থেকে ডগা অবধি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। চুলে পেস্টটি লাগিয়ে ৪০-৪৫ মিনিট রাখতে হবে। তারপর এই পেস্ট ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার প্যাক বা মিশ্রণের মধ্যে চাইলে ডিম ও টক দই দেওয়া যেতে পারে। এছাড়াও, পেস্টের মধ্যে নারকেল তেল গরম করে মেশানো যেতে পারে। এই পেস্ট ফ্রিজে বেশ কয়েকদিন অবধি রেখে ব্যবহার করা যাবে। সপ্তাহে এক দিন বা দুই দিন এই প্যাক ব্যবহার করলেই হাতেনাতে ফল পাওয়া যায়। এই প্যাক যে শুধুমাত্র চুল লম্বা হতে সাহায্য করবে তাই নয়, চুলকে পুষ্টি জুগিয়ে ঘন-ও করে তুলবে। এই হেয়ার প্যাক (Hair Pack) নিয়মিত ব্যবহার করলে চুল উজ্জ্বল ও নরম হবে এবং চুলের বিভিন্ন সমস্যাও দূর হয়ে যাবে।