Tuesday, August 16, 2022

এবার অনন্ত জলিলকে কড়া জবাব দিলেন অনন্য মামুন

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘সাইকো’ সিনেমার পরিচালক অনন্য মামুনকে সমালোচনার অভিযোগে ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কান ধরে উঠবস করাতে চেয়েছেন। অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এই পরিচালক। অনন্তের এমন বক্তব্য প্রসঙ্গে অনন্য মামুনের ভাষ্য, ‘আমি তো অনন্ত জলিলের কোনও বেতনভুক্ত কর্মচারী নই। তাঁর রক্তের সম্পর্কের কোনও আত্মীয়ও নই। তিনি কেন আমাকে এভাবে কথা বলবেন?’

পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার ফি-র টাকা দেওয়া প্রসঙ্গে এই পরিচালক বলছেন, ‘তাঁর টাকায় ফি পরিশোধ করে ডিরেক্টরশিপ নিয়েছি। এটা সত্যি নয়। ওটা আমার টাকা। আমি তাঁর কাছ থেকে কাজের পারিশ্রমিক হিসেবে ওই টাকা পেয়েছি। আমার পারিশ্রমিকের ফি তো তাঁর টাকা হতে পারে না।’

অনন্ত জলিলের কোনও সমালোচনা করেননি উল্লেখ করে অনন্য মামুন দাবি করেছেন, ‘আমি নাকি অনন্ত জলিলের সমালোচনা করেছি। কোথায় করেছি সেটা তিনি দেখাতে পারবেন? আমি তো তাঁর সমালোচনা করিনি। তিনি কেন আমাকে নিয়ে এভাবে মন্তব্য করবেন। তাঁকে নিয়ে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না।’

এই ঈদে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’ মুক্তি পাচ্ছে। তার দাবি, সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি। অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ নামের একটি সিনেমাও মুক্তি পাচ্ছে ঈদে। তার দাবি, অনন্তের ১০০ কোটির গল্প কেবল ‘স্ট্যানবাজি’!

এই মন্তব্যের পরই একটি টিভি অনুষ্ঠানে ক্ষুব্ধ হন জলিল। তিনি জানান, অনন্য মামুনকে পরিচালক বানিয়েছেন তিনিই। তাকে নিয়ে সমালোচনা করার কোনো যোগ্যতাই মামুনের নেই। ওই টকশোতে জলিল আরও বলেন, মামুনকে তিনি ডিরেক্টর বানিয়েছেন। তার টাকায় ফি দিয়ে পরিচালক হিসেবে নাম নিবন্ধন করতে পেড়েছেন মামুন। আর মামুনকে তিনি ডিরেক্টর মনেই করেন না। ডিরেক্টর হিসেবে তাকে কোন মার্কস দিতে চান না।

উল্লেখ, অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই ছবির মাধ্যমেই প্রধান পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

Latest news

00

Related news