Tuesday, August 16, 2022

এবার বাজারে আসছে স্মার্ট বেল্ট

‘ওয়েলনেস বেল্ট’ নামে বাজারে আসতে যাচ্ছে স্মার্ট বেল্ট। বাইরে থেকে দেখতে সাধারণ বেল্টের মতো হলেও এই স্মার্ট বেল্টের বকলেসের মধ্যে লুকিয়ে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি।

রয়েছে হয়েক রকমের সেন্সর। এই সেন্সরগুলো পরিমাপ করবে একাধিক স্বাস্থ্য সূচক। খবর আনন্দবাজার পত্রিকার।দেখে নেয়া যাক, এই বেল্টে যেসব সুবিধা থাকছে—

• যিনি বেল্ট পরবেন তিনি অতিরিক্ত খাবার খাচ্ছেন কিনা, তা বলে দেবে বেল্টটি।• জানা যাবে দিনে কত পা হেঁটেছে।• দীর্ঘক্ষণ বসে থাকলেও জানিয়ে দেবে ওয়েলনেস বেল্ট।

অ্যাপের মাধ্যমে এসব তথ্য বেল্টটি পরা ব্যক্তি নিজের স্মার্টফোনে দেখতে পাবেন। এর পাশাপাশি বেল্টটিতে ইউএসবি চার্জ দেয়ার জায়গাও থাকছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার চার্জ দিলে ২০ দিন থাকবে চার্জ।

Latest news

00

Related news