Saturday, August 6, 2022

জিতের প্রযোজিত সিনেমায় মিথিলা, সঙ্গী প্রসেনজিৎ

প্রায় নিয়মিত গল্প নির্ভর সিনেমা প্রযোজনা করছেন পশ্চিম বাংলার তারকা অভিনেতা জিৎ। আবারও নতুন ছবির ঘোষণা এসেছে তার প্রযোজনা সংস্থা থেকে।

এবার তার ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ। চমকের খবর হলো, এই ছবিতে নাকি দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে!

মন খবরই দিলো পশ্চিম বাংলার শীর্ষ সংবাদ মাধ্যম। একটি প্রতিবেদনে জানানো হয়, জিৎ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন শৌভিক কুণ্ডু। নাম ‘আয় খুকু আয়’। সোমবার থেকে শুরু হচ্ছে শুটিং। প্রসেনজিৎ-মিথিলা ছাড়াও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

আরও পড়ুন

বিউটি সার্কাসে কি সার্কাস নিয়ে আসছে জয়া আহসান?
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন ২৮ হাজার, শিক্ষানবিশকাল শেষে ৩৯ হাজার টাকা
কলকাতা, তুমি কি আমায় দিতে পারবে রমনার স্বাদ: মিথিলা
দীপিকা-ক্যাটরিনা নয়, একমাত্র আলিয়াকেই সম্পর্কের প্রথম থেকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর
‘লালকুঠি’র রহস্য নিয়ে ছোটপর্দায় ফিরছেন রাহুল-রুকমা জুটি! জল্পনা তুঙ্গে
ইমনের সঙ্গে কাজে ফিরলেন নিপুন
তৃতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদের পথে ইমরান খান? যা বলল বুশরা বিবির ঘনিষ্ঠরা
ভাইরাল খবরঃ মাহির রেস্তোরাঁয় কুমড়ার ‘মেগুনি’
৮৮ বছর পর নয়নাভিরাম দৃশ্য দেখা গেল আয়া সোফিয়া মসজিদে
ধর্মের টানে অভিনয়-মডেলিং ছাড়লেন ঈশিকা, জনপ্রিয় মডেল-অভিনেত্রী

সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের এক সময়ের বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে নতুন ভাবে। গানটিকে এই সময়ের মতো করে বাঁধতে চলেছেন রণজয়। গাইবেন শ্রীকান্ত আচার্য।

বাবা মেয়ের গল্পই সিনেমার উপজীব্য। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি। চিত্রনাট্য অনুযায়ী, একাধিক বয়স ছুঁয়ে যাবেন প্রসেনজিৎ। সিনেমায় তার মেয়ে দিতিপ্রিয়া। মেয়ের জীবনে মায়ের অবস্থান অল্প।

মিথিলা তাহলে কোন চরিত্রে? এ বিষয়ে নাকি পরিচালক ঘুণাক্ষরেও মুখ খুলেননি! তবে গুঞ্জন বলছে, স্বল্প পরিসরেই পর্দা ভাগ করতে চলেছেন মিথিলা। কথায় কথায় পরিচালক জানিয়েছেন, তিনি গল্পটি লিখেছেন প্রসেনজিৎকে ভেবে।

 

 

Latest news

00

Related news