Sunday, August 7, 2022

টেস্ট র‍্যাংকিংয়ে এগোলেন লিটন, তামিম, সাকিব, মুশফিকরা

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ৩ ধাপ উত্থান ঘটেছে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের। চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে এই উইকেটরক্ষক ব্যাটার ১৭তম স্থানে উঠে এসেছেন।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স বিবেচনা করে আইসিসি র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। লিটন ছাড়াও ব্যাটারদের র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।

৮৮ রানের ইনিংসে ৩ ধাপ এগোনো লিটনও এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কের ব্যাটার। ১৩৩ রানের ইনিংসে ৬ ধাপ এগিয়ে তামিম এখন ২৭তম। ৪ ধাপ এগিয়ে ২৫তম মুশফিক, যার ব্যাট থেকে এসেছিল ১০৫ রান।

বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করে সাকিব আল হাসান ১ ধাপ এগিয়ে এখন ২৯তম। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাঈম হাসান (৫৩তম)।

এছাড়া এই ম্যাচের পারফরম্যান্সে শ্রীলঙ্কানদের মধ্যে ব্যাটারদের র‍্যাংকিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস ও দীনেশ চান্দিমাল এবং বোলারদের র‍্যাংকিংয়ে কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর উত্থান ঘটেছে।

একনজরে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০

ব্যাটসম্যান
অবস্থান নাম রেটিং
১ম মার্নাস লাবুশেন ৮৯২
২য় স্টিভ স্মিথ ৮৪৫
৩য় কেন উইলিয়ামসন ৮৪৪
৪র্থ জো রুট ৮৪৩
৫ম বাবর আজম ৮১৫
৬ষ্ঠ দিমুথ করুনারত্নে ৭৬৩
৭ম উসমান খাজা ৭৫৭
৮ম রোহিত শর্মা ৭৫৪
৯ম ট্রাভিদ হেড ৭৪৪
১০ম বিরাট কোহলি ৭৪২

বোলার
অবস্থান নাম রেটিং
১ম প্যাট কামিন্স ৯০১
২য় রবিচন্দ্রন অশ্বিন ৮৫০
৩য় জাসপ্রিত বুমরাহ ৮৩০
৪র্থ শাহীন শাহ আফ্রিদি ৮২৭
৫ম কাইল জেমিসন ৮২০
৬ষ্ঠ কাগিসো রাবাদা ৮১৮
৭ম টিম সাউদি ৭৯০
৮ম নেইল ওয়াগনার ৭৭৭
৯ম জেমস অ্যান্ডারসন ৭৬৫
১০ম জশ হ্যাজলউড ৭৫২

অলরাউন্ডার
অবস্থান নাম রেটিং
১ম রবীন্দ্র জাদেজা ৩৮৫
২য় রবিচন্দ্রন অশ্বিন ৩৪১
৩য় জেসন হোল্ডার ৩৩৬
৪র্থ সাকিব আল হাসান ৩১৩
৫ম বেন স্টোকস ২৯৮
৬ষ্ঠ মিচেল স্টার্ক ২৯১
৭ম কাইল জেমিসন ২৭৪
৮ম প্যাট কামিন্স ২৬৩
৯ম কলিন ডি গ্র্যান্ডহোম ২৪৫
১০ম ক্রিস ওকস ২৩৯

Latest news

00

Related news