Sunday, August 14, 2022

নতুন রূপে নজর কাড়লেন ভাবনা

অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায়ও নিয়মিত চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে ইংল্যান্ডের গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তিনি। গত ১১ মে বিশ্ববিদ্যালয়টির লন্ডন ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের সনদ সংগ্রহ করেছেন এই অভিনেত্রী।

এর আগে ১০ মে যুক্তরাজ্যে পৌঁছান অভিনেত্রী ভাবনা। পরের দিন অংশ দেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এরপর ঘুরে দেখেছেন যুক্তরাজ্যে বেশ কিছু শহর। সেসব ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এমন ছবিতে আগে দেখা যায়নি ভাবনাকে।

নিয়মিত ভ্রমণ করলেও করোনার কারণে বেশ কিছুদিন পরে যুক্তরাজ্যে গেলেন ভাবনা। ১১ তারিখ ছিল তাঁর সমাবর্তন। একাডেমিক পড়াশোনা শেষ হলেও তিনি শিখতে চান আজীবন। সমাবর্তন শেষ হলে ইচ্ছেমতো যুক্তরাজ্যের বিভিন্ন শহর ঘুরে দেখেন এই অভিনেত্রী।

Latest news

00

Related news