গতকাল (২৪ মে) রাত থেকেই গুজব রটেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যু হয়েছে। অনেকেই স্ট্যাটাস দিয়েছেন সড়ক দূর্ঘটনায় তার প্রাণ গিয়েছে। তবে বিষয়টি শুধুই গুজব, জানিয়েছেন হানিফ সংকেত নিজেই।হানিফ সংকেত বলেন, ‘আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সঙ্গে কীভাবে কথা বলছি ? আমি মরিনি। বেঁচে আছি।’
এমন গুজব ছড়ানোর কারণ কী হতে পারে— জানতে চাইলে তিনি বলেন ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।’
উল্লেখ্য, প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।