Monday, August 15, 2022

প্রথমবার জুটিবদ্ধ নিরব-মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। তারা দুজনই জনপ্রিয় নিজেদের অভিনয় গুণে।দুজনই দীর্ঘ সময় ধরে অভিনয়ে নিয়মিত হলেও এতদিন এক ফ্রেমে দেখা মেলেনি। এবার দেখা মিলবে। তবে তা কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে।

নির্মাতা অনন্য মামুনের নিমার্ণে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। ৬ এপ্রিল (বুধবার) যমুনা ফিউচার পার্কে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে নিরব আরটিভি নিউজকে বলেন, বিজ্ঞাপন হলেও এতে সিনেমাটিক বিষয়টা আছে, গল্প আছে। তাছাড়া মাহির সঙ্গে জুটি বেধে এটাই প্রথম কাজ। আশা করছি দর্শকরা বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর ভালোভাবে গ্রহণ করবেন।’

অন্যদিকে মাহিয়া মাহি এ প্রসঙ্গে বলেন, এখন তো আর নিয়মিত অভিনয় করছি না। তবে অনন্য মামুনের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। এবার এই বিজ্ঞাপনে অভিনয় করলাম। আশা করি ভালো কিছু হবে।

সদ্য নির্মিত ফ্যাশন হাউজের এই বিজ্ঞাপনটি খুব শিগগিরই প্রচার শুরু হবে বলে জানায় নির্মাণ সূত্র।

Latest news

00

Related news