Saturday, August 13, 2022

পড়শীর মুখে অস্ত্রোপচার

দর্শকপ্রিয় গায়িকা পড়শী। খুদে গানরাজের এই শিল্পী অসুস্থ। তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে পড়শী বাসায়ই বিশ্রামে রয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর মা।

তিনি বলেন, পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। তাই তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। এজন্য সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন পড়শী পুরোপুরি বিশ্রামে রয়েছে।

খুব ধীরে ধীরে কথা বলতে হয়। সবাই পড়শীর জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারও কাজে ফিরতে পারে।’ গানের বাইরে অভিনয়েও নিয়মিত তিনি। এবার ঈদে আসছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। যার নাম ‘শাদী মোবারক’। ফারহানের বিপরীতে এতে অভিনয় করেছেন এই গায়িকা।

Latest news

00

Related news