Tuesday, August 9, 2022

ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানি

নব্বই দশকের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানি। দুই যুগের বেশি সময় ধরে তিনি ছুটে চলেছেন স্বমহিমায়। তার অভিনীত অসংখ্য ব্যবসাসফল ছবি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

নায়ক এখন সিনেমায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয়। প্রায়ই তাকে দেখা যায় নানা ইস্যু নিয়ে সরব থাকেন। নিজের মতামত জানান।

আজ (৭ এপ্রিল) ওমর সানি লিখেছেন, রমজান উপলক্ষে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। তিনি ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে।

তারা রমজান আসলে সব ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমিন।’

সবশেষে তিনি কেজিদরে তরমুজ কিনবেন না বলে প্রতিজ্ঞা করে অন্যদেরও মতামত জানতে চান।

Latest news

00

Related news