Monday, August 15, 2022

বন্ধুত্ব রক্ষার জন্য স্বামী ছেড়ে দিলেন তারা! কিন্তু কেন?

জীবনে অক্সিজেনের মত জরুরী এখন ভালো বন্ধু। আর একজন বন্ধু আরেক বন্ধুর জন্য জীবনে অনেক কিছুই ছাড় দিতে পারে। এমনটাই করলেন নিশা, ঊর্মিলা, অর্ষা। তারা তিন জন ছোট বেলা থেকে খুব ভালো বান্ধবী। এদিকে তারা তিন জন তিন ধর্মের। জীবন প্রবাহে এক সময় তিন জন চলে যায় তিন দিকে। একজন কলকাতায়, একজন চট্টগ্রাম ও অন্যজন কুমিল্লায় চলে যান।

বহু বছর পর আবার দেখা হয়ে যায় কৈশোরের সেই তিন বান্ধবীর। আর এরপরই দেখা তারা তিনজন নিজেদের পাশে দাড়াতে কেউ প্রেমিকেক ছেড়েছেন কেউ বা স্বামীকে।

এ রকমই গল্প নিয়ে এগিয়ে গেছে কানামাছি শিরোনামের একক নাটকটি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকের দৃশ্য ধারণের কাজ। জহির করিমের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন বিইউ শুভ।

কানামাছি নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সুজানা জাফর, কল্যাণ কোরাইয়া, মৌসুমি হামিদ, অর্ষা, এস এম জনিসহ অনেকে।

নাটকটির গল্প নিয়ে সুজানা জাফর বলেন, নাটকটিতে তিন ধর্মের তিন বান্ধবী। আমরা তিন বান্ধবী ছোট বেলায় আলাদা হওয়ার পর আবার দেখা হয়। তারপর চলে বিভিন্ন ঘটনাপ্রবাহ। আর সবচেয়ে মজার বিষয় হলো কেউ বয়ফ্রেন্ড আর কেউ
বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য শুধু স্বামী ছেড়ে দেয় ।

Latest news

00

Related news