পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার দাবি করেছেন, তিনি বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার জানান- তাকে সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল৷ পরে এই চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা ইমরান হাশমি ৷
৪৬ বছর বয়সী শোয়েব বলেন, গ্যাংস্টার সিনেমায় ইমরান হাশমির চরিত্রে অভিনয়ের প্রস্তাব আমার কাছে ছিল। আমার এখন মনে হয় সিনেমাটি করা উচিত ছিল।
আরও পড়ুন
তরুণ পেসারদের সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, তারা তার মতো নয়, তাদের লম্বা চুল নেই। এছাড়া, তারা যথেষ্ট দ্রুত গতিতে বোলিংও করতে পারে না।
তিনি বলেন, ১৯৯৯ সালে কলকাতায় রাহুল দ্রাবিড়ের উইকেটের চেয়ে ২০০২ সালের টেস্ট ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টের উইকেটটি তার প্রিয়।ক্রিকেট জীবন নিয়ে শোয়েব বলেন, সাকলাইন মুশতাক তার সবচেয়ে ভালো বন্ধু।