Friday, August 12, 2022

বাচ্চা নিয়ে ফেল, সদ্য বিবাহিত নায়িকাকে পরামর্শ পরীমনির

মাত্র ৬ দিনের পরিচয়, দুই দিনের মাথায় প্রেম এরপরই প্রেমিককে হুট করে বিয়ে করেছেন ঢালিউডের সাবেক অভিনেত্রী এমিয়া এমি। সদ্য বিবাহিত এই নায়িকাকে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবনে পরীমনির সঙ্গে ভালো সম্পর্ক এমির। বিয়ের পর তার সঙ্গে কথা হয় পরীর। এ সময় এমন পরামর্শ দেন তিনি।

এমি তার ফেসবুক স্টোরিতে সেই কথোপকথনের স্ক্রিন শর্ট শেয়ার করেছেন। স্ক্রিন শর্টে দেখা যায় আলাপচারিতার সময় পরীমনি বলেন- ‘বাচ্চা নিয়ে ফ্যাল। কী যে সুন্দর সময় জীবনের, তখন বুঝতে পারবি। জীবন পুরাই জোস হয়ে যায়।’ এর জবাবে এমি বলেন, ‘ইনশাল্লাহ আপু। আমি সুন্দর একটা জীবন চাই; ওর জীবনটাও অনেক সুন্দর করতে চাই।’

উল্লেখ্য, গত ২২ মে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী এমিয়া এমি। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি কাজী অফিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় কাছের কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার।

ছোট পর্দার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন এমি। ‘নোয়াশাল’ ধারাবাহিকে দেখা গেছে তাকে। এ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ২০১৯ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গী হন এমি। সংকটের বাজারে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। কিন্তু এরপর থেকেই এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়। এদিকে এমির অভিনীত সবশেষ সিনেমা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুনের পরিচালনায় ‘বন্ধন’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র।

Latest news

00

Related news