Monday, August 15, 2022

বাসর রাতেই বিড়াল মারো’ কথায় ক্ষুব্ধ মিথিলা

‘বাসর রাতে বিড়াল মারো, লাল শাড়িতে যাবে-সাদা শাড়িতে আসবে’ এসব প্রচলিত কথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এগুলোই সমাজে নারীদের ওপর নির্যাতনের অন্যতম হাতিয়ার বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এই ধরনের কথাগুলির প্রতিবাদ করতে নারীদের আহ্বান জানান অভিনেত্রী। আশেপাশে এমন কোনো কথা শুনলে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্যাগ করে জানানোর অনুরোধ জানান মিথিলা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, ছোটবেলা থেকেই আমরা কিছু কথা শুনে আসছি যেগুলো পারিবারিক নির্যাতনকে আমাদের সমাজে স্বাভাবিক করেছে। যেমন, মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, বাসর রাতে বিড়াল মারো, লাল শাড়িতে যাবে সাদা শাড়িতে আসবে। এমন আরও রয়েছে-ছোট থেকেই অনেক বাড়িতে মেয়েদেরকে শেখানো হয় সংসারে মানিয়ে চলতে, স্বামী যদি রগচটা হন তাহলে তার রাগের সঙ্গেই মানিয়ে চলতে হবে; উপরন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে স্ত্রী যেনো স্বামীর রাগের কারণ না হয়। আর যদি হয় তবে স্বামী তার গায়ে হাত তুলতেই পারে। সেটাও তাকে মুখ বুজেই সহ্য করতে হবে। সেখানে তিনি আরও বলেন, এমনকি এমনও বোঝানো হয়- যে রাত করে বাড়ি ফিরলে মার তো খাবেই!

Latest news

00

Related news