Monday, August 15, 2022

বিতর্কিত ওয়েব সিরিজ মন্টু পাইলট এর মিথিলার লুক প্রকাশ

কলকাতার বিতর্কিত ওয়েব সিরিজ হিসাবে পরিচিত ‘মন্টু পাইলট’। এর প্রথম পর্বটি অশ্লীল সংলাপ ও দৃশ্য এবং গালাগালির জন্য দর্শকের কাছে সমালোচনার শিকার হয়েছিল। অনেকে আপত্তি তুলে এটি নিষিদ্ধের দাবিও করেছিলেন।

তবে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই ‘মন্টু পাইলট’ আবার ফিরছে। সিক্যুয়েলে নতুন গল্প নিয়ে আসছে। এই সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে ওয়েব সিরিজিটির শুটিং হয়েছে। চলছে মুক্তির অপেক্ষা।

এর মধ্যেই প্রযোজনা সংস্থা এস ভি এফ প্রকাশ করলো ‘মন্টু পাইলট’ এর র দ্বিতীয় সিজনে মিথিলার ফার্স্ট লুক।

এখানে মিথিলার চরিত্রের নাম বহ্নি। আজ বুধবার (৩০ মার্চ) মিথিলা সকালে তার চরিত্রের লুক শেয়ার করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন মুখ, নতুন পরিচয়/নীলকুঠির দরজায়’

‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজন একটি যৌনপল্লির গল্পে নির্মিত হয়েছে। এতে মন্টু পাইলটের ভূমিকায়ে অভিনয় করছেন সৌরভ দাস।

‘মন্টু পাইলট’ নির্মাণ করেছিলেন দেবালয় ভট্টাচার্য। এবারও তিনিই নির্দেশনা দেবেন। প্রথম সিজনের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছিলেন চন্দ্রায়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, অলিভিয়া সরকার প্রমুখ।

জানা গেছে, মন্টু পাইলটের দ্বিতীয় সিজন সিরিজটি আসছে এপ্রিল অথবা মে মাসে মুক্তি পাবে। সিরিজটি দেখা যাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে।

Latest news

00

Related news