মাত্র ১০ বছর বয়সেই- রুহানিকা ধাওয়ান ওরফে রুহি। ভারতীয় ধারাবাহিকের শিশুশিল্পী। বয়স মাত্র ১০। এই বয়সেই ৮ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। এরই মধ্যে রুহির নাম জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ নামের একটি নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান রুহি।
ইন্ডাস্ট্রিতে তাকে অনেকেই আদর করে ছোটদের বড় তারকা বলে ডাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০ লাখের বেশি।
খুব ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রুহি। তার জনপ্রিয়তার শুরু সিরিয়াল দিয়েই। তবে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ তাকে দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্যের স্বাদ। সে নিজের আয়ে কেনা ৫০ লাখ টাকার গাড়িতে চলাফেরা করে। মুম্বাইয়ে তার রয়েছে ৩বিএইচকে ফ্ল্যাট, যেখানে সে পরিবারের সঙ্গে থাকে।
আরও পড়ুন
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী রুহি। তার পছন্দের বিষয় অঙ্ক, আর্টস এবং সায়েন্স। বড় হয়ে গায়িকা, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার হতে চায় এই ছোট্ট তারকা।