Sunday, August 14, 2022

মুফতিকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান

ইসলামের টানে শুধু অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের এক মুফতি আলেমকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান। তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতের ইটাইমস টিভি। সে জায়গায় সাদা হিজাব পরে মুফতি আনাসের সঙ্গে সানাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। অন্য একটি ভিডিওতে তাদের বিয়ের কেক কাটতেও দেখা গেছে।

গত ৮ অক্টোবর সানা খান সামাজিক যোগাযোগে পোস্টের মাধ্যমে বিনোদন জগত থেকে বিদায়ের কথা ঘোষণা করেন।

গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বাকি জীবন আল্লাহের পথে চলার ও সমাজসেবা করার কথা সানা জানিয়েছিলেন । সেই সঙ্গে সবাইকে কাজের জন্য জোরাজুরি না করতে ও অভিনয়ের প্রস্তাব না দিতে অনুরোধ করেন।

সানা লেখেন, আজ থেকে আ‌মি বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে আ‌মি মানবিকতার জন্য কাজ করব এবং আল্লাহর নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সব ভাইবোনকে অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Latest news

00

Related news