Wednesday, August 3, 2022

মেহজাবীনের ফেবারিট তানজিন তিশা

হালের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন মেহজাবীন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। অভিনয় দক্ষতা আর একনিষ্ঠতা দিয়ে নিজেকে নিয়ে গেছেন উন্নতির শিখরে। নাটক ইন্ডাস্ট্রিতে এক প্রকার একচেটিয়া আধিপত্য করেছেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শুরুটা কেমন ছিল তার?বিদেশে বড় হয়েছেন মেহজাবীন। সেখান থেকে হঠাৎ করেই বাংলাদেশে চলে আসে তার পরিবার। হুট করে দেশে মানিয়ে নিতে পারেননি মেহজাবীন। দেশীয় সংস্কৃতি, মানুষ, ভাষা সবকিছুর ভিন্নতায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়েন কিশোরী মেহজাবীন। বাড়িতে নিজেকে একপ্রকার বন্দি করে ফেলন তিনি। এমনকি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রতিবেশীদের সঙ্গেও কখনো দেখা হয়নি । এমনটায় এক পুরানো সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘পুনর্জন্ম’ খ্যাত এই অভিনেত্রীর।

সম্প্রতি আলাদা এক ইন্টারভিউতে সবার পছন্দের অভিনেত্রী মেহজাবীন নিজের পছন্দের কথা জানান। নাটকে সমসাময়িক কার অভিনয় ভালো লাগে এই প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন তানজিন তিশার কাজ তার খুব পছন্দ।এদিকে প্রতিটি নাটকেই কোনো না কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী। কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙেচুরে গড়েছেন নিজেকে।

Latest news

00

Related news