Sunday, August 14, 2022

মোটরসাইকেল নিয়ে নায়কের বিশ্ব ভ্রমণ, ছবি ভাইরাল

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে থালা অজিত হিসেবেই পরিচিত তিনি।সিনেমার পাশাপাশি মোটরসাইকেলের ব্যাপারে শখ রয়েছে এই অভিনেতার; একজন পেশাদার রেসারও তিনি। গত বছর মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা ভ্রমণ করবেন। বর্তমানে ইউরোপের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন পর্দার এই নায়ক।ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে অজিত এখন যুক্তরাজ্যে রয়েছেন। সেখান থেকে তোলা ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে—অজিতের পরনে রেসিং পোশাক। বিএমডাব্লিউ আর ১২০০জিএস মোটরসাইকেলে চড়ে ভ্রমণ করছেন তিনি। এই মোটরসাইকেলের মূল্য প্রায় ২৫ লাখ রুপি। ইউরো টানেল ট্রেনে তোলা এসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।থালা অজিত অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালিমাই’। গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। এইচ বিনোদ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন— হুমা কুরেশি, কার্তিকেয়া গুমানকোন্ডা প্রমুখ।অজিতের পরবর্তী সিনেমা ‘একে৬১’। এটিও পরিচালনা করবেন এইচ বিনোদ। যুক্তরাজ্য থেকে ফিরে আগামী মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন অজিত।

সূত্র: রাইজিংবিডি.কম

Latest news

00

Related news