Tuesday, August 9, 2022

যে কারণে ঘোড়া যুগলের নাম রণবীর-আলিয়া

সাদামাটাভাবে পারিবারিক আবহে বিয়ে সেরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের নবদম্পতিকে একেবারে নতুন কায়দায় শুভেচ্ছা জানিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগে দুধ সাদা রঙের ঘোড়া যুগলের নাম রাখা হয়েছে রণবীর ও আলিয়া।

জানা যায়, ছবির স্ত্রী ঘোড়াটিকে বিয়েবাড়ির কাজে ব্যবহার করা হতো। ওই স্বেচ্ছাসেবী সংস্থা এক বিয়ে বাড়ি থেকে ঘোড়াটিকে উদ্ধার করে। অন্যদিকে, মুম্বাইয়ের ইন্ডিয়া গেট থেকে উদ্ধার করা হয় পুরুষ ঘোড়াটি।

এখন প্রশ্ন-ঘোড়া যুগলের কেন এমন নামকরণ করা হলো? সাধারণত মুম্বাইয়ে বিয়ের ক্ষেত্রে ঘোড়ার ব্যবহার প্রচলন আছে। কিন্তু বলি পাড়ার নবদম্পতির বিয়ের ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি। আর সেই কারণেই নবদম্পতির প্রতি শ্রদ্ধা রেখে শুভেচ্ছা জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।

এদিকে বলি তারকা থেকে শুরু করে অনুরাগী মহলে ভালোবাসায় সিক্ত হচ্ছেন ‘রণলিয়া’। নায়কের দুই সাবেক প্রেমিকাও এই তালিকা থেকে বাদ পড়েনি।রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দীপিকা লিখেছেন,

‘দুজনই আজীবন ভালোবাসা ও হাসির মধ্যে থাকো, এই কামনা করছি।’অন্যদিকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লিখেছেন,‘দুজনকেই অভিনন্দন। ভালোবাসা ও আনন্দ বর্ষিত হোক।’

এ ছাড়াও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর-আলিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়াও, দু’জনকে অভিনন্দন।’রণবীরের ক্যারিয়ারের প্রথম সিনেমার নায়িকা ছিলেন সোনম।

‘সাওয়ারিয়া’ সিনেমা মুক্তির সময় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। যদিও পরবর্তীতে সেটি বেশিদূর এগোয়নি। সোনম তার শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘দুজনকেই অভিনন্দন।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নববধূ আলিয়া ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘একসঙ্গে এবার দু’জনের নতুন স্বপ্ন দেখার পালা। যেখানে ভালোবাসা থাকবে, হাসি থাকবে,

ঝগড়া থাকবে, একসঙ্গে সিনেমা দেখা থাকবে, ডিনার থাকবে। ভালোবাসায় মোড়া হবে আমাদের জীবন। আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’সূত্র: সংবাদ প্রতিদিন

Latest news

00

Related news