Tuesday, August 9, 2022

সাত বছরের প্রেমে ভাঙন বনি-কৌশানির!

সাত বছর ধরে নায়ক বনি সেনগুপ্তর সঙ্গে কৌশানি মুখোপাধ্যায়ের প্রেম। কিন্তু হঠাৎ ঘোষণা করলেন, কিছু দিন একা থাকতে চান অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। টালিউড পাড়ায় এই নিয়ে চলচ্ছে গুঞ্জন।

প্রায় সাত দিন কথা বন্ধ বনি আর কৌশানির। এমন তো ঘটেনি আগে। সবসময় তারা প্রেম নিয়ে ছিলেন খোলামেলা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনি যখন গেরুয়া শিবিরে তখন কৌশানী তৃণমূলের প্রার্থী।

কখনও সে নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা যায়নি।আনন্দবাজার পত্রিকা জানায়, কৌশানী জানিয়েছেন মনোমালিন্যের কারণে কথা বন্ধ। অভিনেত্রী তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন পারস্পরিক মতের মিল না হলে একা থাকা উচিত।

তবেই নিজেকে চেনা যায়। তবে তাদের বিচ্ছেদ হয়নি। সেরকম কিছু ঘটলেও তিনি তা প্রকাশ্যে জানাবেন। এই মুহূর্তে তিনি একা থাকতে পছন্দ করছেন।অন্য দিকে বনি স্বীকার করেছেন যে কাজের চাপে তার প্রেমিকাকে সময় দিতে পারছেন না।

তাই কৌশানী রেগে আছেন। সময় সব ঠিক করে দেবে বলে বনির বিশ্বাস। তবে টলিউডে এখন সম্পর্ক ভাঙনের সময়। সোহিনী সরকার নেট মাধ্যমে জানিয়েছেন তিনি একা থাকতে চান। এবার কৌশানীর মুখেও সেই কথা!

Latest news

00

Related news