ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে জানা গেল কক্সবাজারের সমুদ্রসৈকতে ঈদ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। সোমবার সন্ধ্যার পর পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনির সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। লোকেশনে জানিয়ে দেন তারা এখন কক্সবাজার।
ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রেমময় সেই ছবির সঙ্গে ক্যাপশনে রাজ লেখেন, ‘কিস মাই লিপস অ্যান্ড লেটস রান অ্যাওয়ে টুগেদার। জাস্ট বি ইন লাভ ফরএভার।’ এ লাইনটি লাভঅ্যাবলকোটের। যার বাংলা করলে দাঁড়ায়, ‘ঠোঁটে চুমু খাও তারপর চলো পালিয়ে যাই। সারা জীবন ভালোবাসায় থাকতে চাই।’
এর আগে সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানের কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে দেখা যায় সঙ্গে রয়েছেন রাজ ও অভিনেত্রীর নানা। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘ঈদের ছুটি’। তবে কোথায় যাচ্ছেন তা জানাননি সেখানে। তবে সন্ধ্যায় রাজ ছবি পোস্ট করে জানান দিলেন তারা এখন কক্সবাজার।
আরও পড়ুন
বিয়ের পর এটিই প্রথম একসঙ্গে ঈদ করছেন রাজ-পরী। গত বছরের ১৭ অক্টোবর চিত্রনায়ক রাজকে বিয়ে করেন পরীমনি। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা।