Sunday, August 7, 2022

হলেই মুক্তি পাবে ‘দ্যা গ্রে ম্যান’

দক্ষিণী অভিনেতা ও গায়ক ধানুশ। এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। আসছে তার সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। তার ভক্তরাও অপেক্ষায় সিনেমাটির জন্য। তবে প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটি মুক্তি পাবে শুধু নেটফ্লিক্সে। এরই মধ্যে জানা গেল, সিনেমাটি প্রথমে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তারপর ওটিটিতে দেখা যাবে।

সিনেমাটি আমেরিকায় ১৫ জুলাই মুক্তি পাবে। এর এক সপ্তাহ পর ২২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে। এছাড়াও দেখা যাবে আনা ডি আরমাস, রেগে-জিন পেজ, জেসিকা হেনউইক, বিলি বব থর্নটন এবং ওয়াগনার মোরাকে।সিনেমাটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সের পরিচালক জোয় রুশো ও অ্যান্টনি রুশো পরিচালনা করছেন। এতে আরও আছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স।উল্লেখ্য, এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘দ্য গ্রে ম্যান’র ট্রেলার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ধানুশ। এখন মুক্তির অপেক্ষায় সিনেমাটি।

সূত্র: বাংলা ইনসাইড

Latest news

00

Related news