Saturday, June 25, 2022

এনার সিনেমা থেকে সরে দাঁড়ালেন যশ

মাস কয়েক আগেই টালিউড অভিনেতা যশ জানিয়েছিল অভিনেত্রী এনা সাহার সঙ্গে জুটি বেঁধে ‘চীনাবাদাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার এই অভিনেতা সিনেমার চুক্তি থেকে সরে দাঁড়ালেন।‘চীনাবাদাম’ সিনেমার শুটিংয়ের জন্য কাশ্মীরে উড়ে গিয়েছিলেন যশ। সঙ্গে নিয়েছিলেন নুসরাতকেও। কাশ্মীরে শুটিংকালীন সবকিছুই ঠিক ছিল। নুসরাতের সঙ্গে রোমান্টিক আবহেও ভেসেছিলেন অভিনেতা। শিলাদিত্য নিজেও অভিনেতার সঙ্গে নানান ছবি শেয়ার করেছিলেন।এনার সঙ্গে এই প্রথম কোনো সিনেমায় কাজ করছিলেন, আর তার মধ্যেই গোল বাধল দুই সহকর্মীর মধ্যে। সকালেই সোশ্যাল মিডিয়ায় সিনেমার চুক্তি থেকে বেরিয়ে আসার খবর জানালেন অভিনেতা।

টুইটারে লিখলেন, ‘প্রযোজনা সংস্থার মধ্যে বিবাদ এবং বিভেদ, পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে নানা সমস্যার কারণেই আমি চীনাবাদাম থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম। এই প্রজেক্টটির সঙ্গে আমি আর কোনোমতেই জড়িয়ে থাকতে চাই না।’নিজের মনের আক্ষেপ প্রকাশ করেই লেখেন: ‘এ সিনেমার জন্য আমি আমার মনপ্রাণ সব উজাড় করে দিয়েছিলাম। পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও খামতি রাখিনি। চাই না প্রজেক্টটা শেষ হয়ে যাক বা নষ্ট হোক। নির্মাতাদের উদ্দেশে শুভেচ্ছা। যদি পরিস্থিতি অথবা সুযোগ হয়, তবে কারণ জানানোর বিষয়ে ভাবনাচিন্তা করব।’

যশের এমন সিদ্ধান্তের পর উঠে এসেছে অনেক প্রশ্ন। অনেকে ভাবছেন তাহলে কী সহ-অভিনেত্রী এনা এবং পরিচালক শিলাদিত্যের সঙ্গে অন্তর্দ্বন্দ্বই অভিনেতাকে বাধ্য করল এ সিনেমা থেকে সরে যেতে। সিনেমার নায়িকা এনার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও কারণ এখনো স্পষ্ট নয়, তবে দলের সঙ্গে যে নিজেকে মিলিয়ে নিতে পারছিলেন না এটা একেবারে পরিষ্কার।মাস কয়েক আগেই টালিউড অভিনেতা যশ জানিয়েছিল অভিনেত্রী এনা সাহার সঙ্গে জুটি বেঁধে ‘চীনাবাদাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার এই অভিনেতা সিনেমার চুক্তি থেকে সরে দাঁড়ালেন।‘চীনাবাদাম’ সিনেমার শুটিংয়ের জন্য কাশ্মীরে উড়ে গিয়েছিলেন যশ। সঙ্গে নিয়েছিলেন নুসরাতকেও। কাশ্মীরে শুটিংকালীন সবকিছুই ঠিক ছিল। নুসরাতের সঙ্গে রোমান্টিক আবহেও ভেসেছিলেন অভিনেতা। শিলাদিত্য নিজেও অভিনেতার সঙ্গে নানান ছবি শেয়ার করেছিলেন।এনার সঙ্গে এই প্রথম কোনো সিনেমায় কাজ করছিলেন, আর তার মধ্যেই গোল বাধল দুই সহকর্মীর মধ্যে। সকালেই সোশ্যাল মিডিয়ায় সিনেমার চুক্তি থেকে বেরিয়ে আসার খবর জানালেন অভিনেতা।

টুইটারে লিখলেন, ‘প্রযোজনা সংস্থার মধ্যে বিবাদ এবং বিভেদ, পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে নানা সমস্যার কারণেই আমি চীনাবাদাম থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম। এই প্রজেক্টটির সঙ্গে আমি আর কোনোমতেই জড়িয়ে থাকতে চাই না।’নিজের মনের আক্ষেপ প্রকাশ করেই লেখেন: ‘এ সিনেমার জন্য আমি আমার মনপ্রাণ সব উজাড় করে দিয়েছিলাম। পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও খামতি রাখিনি। চাই না প্রজেক্টটা শেষ হয়ে যাক বা নষ্ট হোক। নির্মাতাদের উদ্দেশে শুভেচ্ছা। যদি পরিস্থিতি অথবা সুযোগ হয়, তবে কারণ জানানোর বিষয়ে ভাবনাচিন্তা করব।’

যশের এমন সিদ্ধান্তের পর উঠে এসেছে অনেক প্রশ্ন। অনেকে ভাবছেন তাহলে কী সহ-অভিনেত্রী এনা এবং পরিচালক শিলাদিত্যের সঙ্গে অন্তর্দ্বন্দ্বই অভিনেতাকে বাধ্য করল এ সিনেমা থেকে সরে যেতে। সিনেমার নায়িকা এনার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও কারণ এখনো স্পষ্ট নয়, তবে দলের সঙ্গে যে নিজেকে মিলিয়ে নিতে পারছিলেন না এটা একেবারে পরিষ্কার।

Latest news
Related news