Saturday, June 25, 2022

তরুণ গায়কের সঙ্গে গাইলেন-নাচলেন কর্নিয়া

জাকিয়া সুলতানা কর্নিয়া এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে তার উঠে আসা। বর্তমানে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন গায়িকা। পাচ্ছেন সাফল্যও। গত ২ জুন সন্ধ্যায় প্রকাশ পেয়েছে কর্নিয়ার নতুন গান-ভিডিও ‘তোমাকে যে চাই’। এটি উন্মুক্ত করা হয়েছে গায়িকার ইউটিউবে গায়িকার নিজস্ব চ্যানেলে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বাঁধন। গানটিতে কর্নিয়ার সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি।

কর্নিয়া বলেন, ‘এটি পুরোপুরি পপ ড্যান্স ঘরানার গান। সঙ্গে র‌্যাপও আছে। আগে কখনো এ ধরনের গান গাইনি। বর্তমান প্রজন্মের শ্রোতারা এই ধরনের গান পছন্দ করেন। সে বিষয়টি মাথায় রেখেই করা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সেট ফেলে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। এরই মধ্যে যারা গানটি শুনেছেন ভালো ফিডব্যাক দিয়েছেন।’

উল্লেখ্য, চার বছর প্রেমের পর ২০২০ সালের ২৭ জুলাই মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেন কর্নিয়া। তবে করোনার কারণে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গত ২০ মে গায়িকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সে আয়োজনে শোবিজ তারকাদের অনেকেই উপস্থিত ছিলেন।

Latest news
Related news