Saturday, June 25, 2022

৩৮ দিন পর কাজে ফিরে নার্ভাস মেহজাবীন

একমাসেরও বেশি সময়ের ছুটি কাটিয়ে কাজে ফিরলেন মেহজাবীন চৌধুরী। পাক্কা ৩৮ দিন পর ফের শনিবার (৪ জুন) ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এজন্য নার্ভাস জনপ্রিয় এই অভিনেত্রী!

মেহজাবীন বলেন, ‘অনেকদিন ছুটি কাটানোর পর সবসময়ই আমার কাজ করতে একটু নার্ভাস লাগে। বিশেষ করে অভিনয়ের বেলায় নিজেকে খুব নতুন মনে হয়।’

ঢাকার কাউলায় নাম চূড়ান্ত না হওয়া নাটকটির শুটিং করছেন মেহজাবীন। গল্পটি একটু ভিন্ন ও চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন মেহজাবীন। তার কথায়, ‘সবকিছু মিলিয়ে পারবো কিনা বারবার সংশয় জেগেছিলো। মনে হচ্ছিলো, এতোদিন পর শুটিংয়ে ফিরে কাজে কতোটুকু মনোযোগ দিতে পারবো। সবকিছু মিলিয়ে একটু না, বেশ ভালো রকমের নার্ভাসই লাগছিলো। তবে এবারই প্রথম নয়, প্রতিবার লম্বা ছুটি কাটিয়ে কাজে ফেরার পর আমার এমন হয়।’

অনন্য ইমনের পরিচালনায় নাটকটিতে মেহজাবীনের সহশিল্পী সুদীপ বিশ্বাসসহ অনেকে। আসন্ন ঈদুল আজহায় এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest news
Related news